প্রধান সূচি

পিরোজপুর জেলা প্রশাসকের পৌর বাজার পরিদর্শন

পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী সোমবার পিরোজপুর পৌর বাজার পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহরাব হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ, জেলা বাজার কর্মকর্তা, আব্দুল মান্নান, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান সেখ আলম, সম্পাদক গোলাম মাওলা নকীবসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং বাজার দরের খোঁজখবর নেন। এ সময় তিনি বাজারের বিভিন্ন রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসায়ীদের পশরা নিয়ে বসায় অসন্তোস প্রকাশ করেন এবং এসব অব্যবস্থাপনা বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য জেলা ব্যবসায়ী সমিতিকে নির্দেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial