স্বরূপকাঠী দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বরূপকাঠিতে সাইফুল ইসলাম শান্ত (৩৫) ও কাওসার আলী (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার সন্ধ্যায় ওই অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের এস আই মো. দেলোয়ার। এসময় শান্তর কাছ থেকে ৩৩ পিস ও কাওসারের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাতে এস আই দেলোয়ার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে স্বরূপকাঠী থানায় মামলা দায়ের করেন। রবিবার তাদেরকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
সাইফুল ইসলাম শান্ত সোহাগদল গ্রামের নজির আহম্মদের এবং কাওসার কৌড়িখারা গ্রামের চান মিয়ার ছেলে।
Please follow and like us:
« পিরোজপুরে বাবলা মাধ্যমিক বিদ্যালয়ে কক্ষ নির্মাণ কাজের উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ২০২০ সাল থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে তামাকের ক্ষতিকর বিষয়সমূহ … শিক্ষামন্ত্রী »
