ভোটাধিকার অক্ষুন্ন রাখতে সবাইকে সংঘবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে …..আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র গুলোর পরিবেশ ও আইন-শৃঙ্খলা সুন্দর রাখতে জনগণকে সচেতন হতে হবে। সংঘবদ্ধভাবে মানুষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন। পেশী শক্তি ব্যবহার করে কেউ যাতে ভোটদান বাধাগ্রস্ত না পারে তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তিনি বুধবার পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের এক মত বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশে অনেক সম্পদ নষ্ট হয়। সম্পদের এই অপচয় রোধ করা গেলে দেশ আরও এগিয়ে যেত। অনেক প্রকল্পের হদিস পাওয়া যায় না। এই প্রকল্প গায়েব হওয়ার ঘটনা খুঁজে বের করতে হবে। আমরা জনগণের প্রয়োজনে কাজ করার জন্য নিবেদিত রয়েছি। অতীতে সব সময় আপনাদের কাছে আসতে পারিনি। অনেকের প্রত্যাশা অনুযায়ী অনেক কিছু করতে পারিনি। তবে আমাদের দ্বারা কারও কোন ক্ষতি হয় নি। আগামী নির্বাচনে আপনারা পছন্দমত ব্যক্তিকে নির্বাচিত করবেন ভোট যাকে খুশি তাকে দিবেন। আমাদের দিতে হবে এ বাধ্যবাধকতা নেই। আল্লাহতালা তকদিরে যা রেখেছেন তাই হবে। জনগণকে সংগঠিত থাকতে হবে, যাতে আমাদের অঞ্চলে কেউ যাতে ভোটাধিকার বিনষ্ট করতে না পারে আমাদের ভান্ডারিয়ায় সব সময় শন্তিপূর্ণভাবে নির্বাচন হয়। যা অনেক অঞ্চলে দেখতে পাওয়া যায় না।
আমাদের এ ঐতিহ্য ও অহংকার অক্ষুন্ন রাখা অবশ্যই প্রয়োজন। মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আসন্ন জাতীয় বাজেট হবে চার লাখ কোটি টাকার। এত বড় বাজেট আগে কেউ দিতে পারেন নি। এই বিশাল বাজেটকে সদ্ব্যবহার করার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন এটা সবার নিশ্চিত ধারণা। দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগ, অবদান ও পরিশ্রমের সুফল তিনি পাবেন।
ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি-জেপি’র ভান্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারেক, প্রবীণ সমাজ সেবক আলী আহমেদ সেপাই ও গৌরপুর ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম।
ইন্দুরকানি উপজেলার বালিপাড়ায় ইফতারপার্টি
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বুধবার ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রজমান আলী, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইন্দুরকানি উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদ, জেপি’র কেন্দ্রীয় নেতা ইউসুফ আলী আকন, ইন্দুরকানি উপজেলা জেপি’র সভাপতি আসাদুল কবির তালকুদার স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মতিউর রহমান, ভান্ডারিয়া উপজেলা জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও জেপি’র উপজেলা সহ সভাপতি গোলাম সরোয়ার বাবুল, সহ সভাপতি শহীদুল ইসলাম দোদুল, কায়সার আহমেদ, মহসিন হাওলাদার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানি উপজেলা যুব সংহতির সভাপতি রিয়াদ মাহমুদ, ছাত্র সমাজের আহ্বায়ক মজনু হাওলাদার ও সদস্য সচিব আক্তারুজ্জামান, ভান্ডারিয়া উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন প্রমুখ।
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র উপস্থিতিতে ইন্দুরকানি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে কাপড় বিতরণ করা হয়। পাড়েরহাট বাস স্ট্যান্ডে ইউনিয়নের এ কাপড় বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদ। বালিপাড়া বাজার জাতীয় পার্টি-জেপি’র কার্যালয়ের সামনে বালিপাড়া ইউনিয়ন এবং পত্তাশী ইউনিয়নের বালুররাস্তা মোড় জেপি কার্যালয়ের সামনে পৃথকভাবে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে এ কাপড় বিতরণ করা হয়। এ বিতরণ কাজ তদারক করেন সংস্থার উপদেষ্টা এম রব্বানী ফিরোজ ও কর্মকর্তা কাজি আতাহার আলী। এছাড়া পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উপস্থিতিতে গতকাল বুধবার বিকালে ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠি ইউনিয়নের সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে কাপড় বিতরণ করা হয়। নদমূলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে এ কাপড় বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল কবির তালুকদার বাবুল।
