কাউখালীতে অটিজম বিষয়ক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত
জেলার কাউখালীতে অটিজম-নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক প্রকল্পের অংশ হিসেবে অটিজম ও এনডিডি বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টশন কর্মশালা বুধবার সরকারী কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর দিনব্যাপী এই ওরিয়েন্টেশনের আয়োজন করে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই কর্মশালা বাস্তবায়ন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠতা আব্দুল লতিফ খসরু, বরিশাল সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান, বরিশাল সরকারী মহিলা কলেজের প্রভাষক শাহাদাৎ উল্লাহ কায়সার প্রমূখ।
