স্বরূপকাঠীতে ১৫ জেলের কারাদন্ড
জেলার স্বরূপকাঠী উপজেলায় জাটকা নিধনের অপরাধে ১৫ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকালে উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন জেলেদের এ দন্ডাদেশ দেন।
নিষিদ্ধ বাধা জাল ব্যবহার করে জাটকা ও পোনা মাছ নিধনের অপরাধে হাতেনাতে জেলেদের গ্রেফতার করে এক মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত জেলেরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্বরূপকাঠী থানার পুলিশ ও উপজেলা মৎস্য দপ্তরের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সন্ধ্যা নদীর গনমান এলাকা, স্বরূপকাঠি পল্টুন ও মাগুরা খালের এলাকা থেকে জেলেদের জালসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার মিটার বাধা জাল জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত জাটকা ও পোনা সংরক্ষন আইনে তাদের ওই সাজা দেন। জেলেদের পরিবারের অভিযোগ সরকার তাদের পুর্নবাসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। কিন্তু তারা তা না পেয়ে নিরুপায় হয়ে পরিবার পরিজন নিয়ে দু‘মুঠো আহারের তাগিদে জাল নিয়ে নদীতে মাছ ধরতে নামতে বাধ্য হচ্ছে।
