স্বাস্থ্য কর্তৃপক্ষের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ক সমন্বয় সভা
সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুরের সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলম। টিআইবি পিরোজপুরের এরিয়া ম্যানেজার (সিই) পুলক রঞ্জন পালিতের সঞ্চালনায় সমন্বয় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান, সনাক সদস্য এম.এ রব্বানী ফিরোজ, ডা. মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
স্বাস্থ্য সেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমুহকে সম্পৃক্ত করণ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং পিরোজপুর সদর হাসপাতালের ভাল উদ্যোগ সমূহ বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে সমন্বয় সভায় জনগণের স্বাস্থ্য সেবার অধিকার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনা, স্বাস্থ্য নীতি, সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি এবং তথ্য অধিকার-২০০৯ বিষয়ক পরিকল্পনা এবং অধিকারসমূহ আলোচনার পাশাপাশি, কার্যক্রম বাস্তবায়নে টিআইবি’র বর্তমান প্রকল্প, প্রকল্পের উন্নয়ন সহযোগী সমূহ, স্থানীয় পর্যায়ে সনাক এর কার্যক্রমের সংক্ষিপ্তসার, পিরোজপুর সদর হাসপাতালের ইতিহাস, কেন সদর হাপাতালকে কাজের ক্ষেত্র হিসেবে সনাক বেছে নিল, পরিবর্তনের লক্ষ্যে সদর হাসপাতালে সনাকের কার্যক্রমসমূহ, সনাক কতৃক বেইজ লাইন সার্ভের আলোকে পর্যালোচনা ও বর্তমান অবস্থা, তথ্যের প্রাপ্যতা, স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ, অভিযোগ নিরসন, জেন্ডার সম্পর্কিত বিষয়াবলী, সদর হাসপাতালের পরিবর্তন, সদর হাসপাতাল পিরোজপুর বিষয়ে নাগরিকগণের মতামতসমূহ উপস্থাপন করা হয়। উপস্থাপিত বিষয়ের আলোকে উপজেলা পর্যায়ে সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পথ অনুসন্ধানে, প্রশাসনিক ও আর্থিক, তথ্য অধিকার আইন বাস্তবায়ন, অভিযোগ নিস্পত্তির প্রক্রিয়া চালু, জেন্ডার সংবেদনশীল সেবা প্রদান বিষয়ে কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়। উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপজেলার স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে দায়িত্বশীলতার পাশাপাশি সদর হাসপাতাল পিরোজপুরের মতো সার্বিক সহযোগিতা করার জন্য সনাক এর প্রতি সুপারিশ জানানো হয়। উক্ত সমন্বয় সভায় পিরোজপুর জেলার সকল উপজেলা থেকে স্বাস্থ্য সেবা প্রদানকারী কতৃপক্ষগণসহ সনাকের সদস্যবৃন্দ, স্বজন সদস্যবৃন্দ, ইয়েস সদস্য, ইয়েস ফ্রেন্ডস সদস্য, টিআইবি’র কর্মীবৃন্দ অংশগ্রহণ করে।
