ছারছীনা শরীফের বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত
দেশ ও জাতির কল্যাণ কামনা করে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত সম্পন্ন হয়েছে।
সোমবার দরবারের স্থায়ী মঞ্চে প্রতিবারের ন্যায় পীর ছাহেব হুজুর কেবলার আমন্ত্রনে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকসহ এলাকাবাসীকে নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়ে থাকে। মাহফিলে দরবারের ভক্ত মুরিদান, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থরের লোকসহ এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ জাতি ও বিশ্বের মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)। ইফতারের পূর্বে মঞ্চে সংক্ষিপ্ত বক্ত্যব্যে করেন, পীর ছাহেবের বড় ছেলে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর শাহ্ আবু নছর নেছার উদ্দীন আহম্মেদ হুসাইন, ছারীনা আলেয়িয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ডা. সৈয়দ শরাফত আলী, পীর ছাহেবের বড় জামাতা বরিশাল ইবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ। মাহফিলে আরো উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর মেয়র মো. গোলাম কবির, নেছারাবাদ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ, নেছারাবাদ থানার ওসি কে,এম তারিকুল ইসলাম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর উপজেলা শাখার সভাপতি ডা. মাসুম বিল্লাহ, মাওলানা আ.জ.ম ওহিদুল আলম প্রমুখ।
