দক্ষিণাঞ্চলে কয়েকদিন ঝড় ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা
পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আরও ৪ থেকে ৫ দিন ঝড়বৃষ্টিসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সেই সাথে আকাশও মেঘলা থাকবে।
রবিবার সকাল থেকে পিরোজপুরসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন জানান, বরিশালসহ দক্ষিনাঞ্চলে আরও ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় অব্যাহত থাকবে। সেই সাথে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
এদিকে রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভোগের অনেক জায়গায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভোগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
