পারিবারিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে
সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত
পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মঙ্গলবার শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পিপল্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) এর উদ্যোগে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন এ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন পিডিএফ এর নির্বাহী পরিচালক ও জেএনএনপিএফ এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম পান্না। শিকদারমল্লিক ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পাইক দেলোয়ার হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অত্র ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেন হাওলাদার, পরিষদের বর্তমান নারী সদস্য সীমা বড়াল, ইউপি সদস্য রুহুল আমীন ও মাদ্রাসা সুপার মোঃ হারুনর রশিদ প্রমূখ ।
এসময় বক্তাগণ বর্তমান নারী নির্যাতন বৃদ্ধি পাওয়ার উদ্বেগ প্রকাশ করে নির্যাতন বন্ধে সকলকে সচেতন করে প্রতিরোধ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন করার দাবি জানান।
