পিরোজপুরে ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামের বাবুল হাওলাদার (৫৬) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা জজ আদালাত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুরের জেলা জজ মোঃ রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৪ মে র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বাবুল হাওলাদারকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি শাহরিয়ার বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ২৭ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম আদালতে বাবুল হাওলাদারের বিরুদ্ধে চার্জশিট দেন। আদালত ১০ জন সাক্ষী সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। মামলাটি রাষ্ট্র পক্ষে পরিচালনা করেন পিপি খান মোঃ আলাউদ্দিন এবং বিবাদী পক্ষে আহসানুল কবির বাদল।
