পাইকগাছায় বন্য পাখি সংরক্ষণে মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় বন্য পাখি সংরক্ষণে গাছে গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। পরিবেশ বাদী সংগঠন ‘বনবিবি’ এর উদ্যোগে শনিবার সকালে উপজেলার নতুন বাজার, মানিকতলা, গোপালপুর, গদাইপুর ও বোয়ালিয়া বীজ উৎপাদন খামারসহ বিভিন্ন স্থানের গাছে মাটির পাত্র স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বনবিবি’র সভাপতি প্রকাশ ঘোষ বিধান, বিশিষ্ট সমাজসেবক শাহিনুর রহমান, রিপন হোসেন, গোবিন্দ লাল রায়, মেহেদী হাসান, শেখ আবু হাসান বাবু, কওছার আলী, তাসলিমা বেগম, দুলি বেগম, রনি ও মনিরুল ইসলাম।
উল্লেখ্য, বনবিবি’র উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও প্রতিষ্ঠানে অবস্থিত গাছে পাখির বাসার জন্য মাটিরপাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে।
Please follow and like us:
« পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন »
