পাইকগাছায় সুপেয় পানি নিশ্চিত করতে কর্তৃপক্ষের পুকুর খননের স্থান পরিদর্শন
পাইকগাছা পৌর সদরের সরল এলাকাবাসীর সুপেয় পানির জন্য সরকারি খাস সম্পত্তির উপর পুকুর খননের লক্ষে নির্ধারিত স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, পৌরসভার ৪নং ওয়ার্ডের গগন বাবু বাছাড় বাড়ী সড়কের অধ্যাপক আব্দুল হাকিমের বাড়ী হতে আরাফাত হোসেন আক্কাজ আলীর বাড়ী পর্যন্ত সরল মৌজায় এসএ ১নং খতিয়ানের ৬৩২ ও আরএস ৭০০নং দাগে ০.৯১ একর আয়তনের সরকারি খাস খাল রয়েছে। কর্তৃপক্ষের কোন তদারকি না থাকায় খাস খালটি এলাকার লোকজন অবৈধভাবে ভোগ দখল করে আসছিল।
এদিকে, এলাকায় সুপেয় পানির তীব্র সংকট থাকায় ২ শতাধিক পরিবারের সুপেয় পানি নিশ্চিত করার জন্য এলাকাবাসী উক্ত খাস সম্পত্তির উপর একটি পুকুর খনন করার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ৯ এপ্রিল একটি আবেদন করেন।
এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান এডভোকেট স. ম. বাবর আলী ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান সরেজমিন নির্ধারিত স্থান পরিদর্শন করে আগামী এক সপ্তাহের মধ্যে সার্ভেয়ারের মাধ্যমে নির্দিষ্ট সম্পত্তি নির্ধারণ করে লাল পতাকা টাঙ্গানোর মাধ্যমে পরবর্তী পর্যায়ে পুকুর খনন করে এলাকাবাসীর সুপেয় পানির নিশ্চিত করার সিদ্ধান্ত নেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, কাউন্সিলর এস.এম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শেখ তাহিদুল ইসলাম, সার্ভেয়ার সাকিরুল ইসলাম, নওয়াব আলী, আরাফাত হোসেন আক্কাজ, মৃত্যুঞ্জয় সরদার, প্রণব সরদার, বিধান, ইদ্রিস আলী, রেজাউল ইসলাম, আয়জুদ্দীন, গোবিন্দ লাল বাছাড়, জামিনুর ইসলাম, আব্বাস উদ্দীন, প্রভাষ সরদার, মিনতী সরদার ও তৃপ্তি সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
