পাইকগাছার বাতিখালী চর বনায়ন সমিতির সভা অনুষ্ঠিত
পাইকগাছা পৌর সদরের বাতিখালী চর বনায়ন সমিতির এক সভা সোমবার বিকেলে বনানী সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এডভোকেট স. ম. বাবর আলী।
উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সাংবাদিক মো. আব্দুল আজিজ, ইমান আলী মাস্টার, প্রণব সরদার, জামিনুর ইসলাম, গোবিন্দ লাল বাছাড়, রশীদ গাজী, রফিকুল ইসলাম, প্রভাষ চন্দ্র সরদার, সামুয়েল বৈরাগী, আফজাল গাজী, নিমাই মন্ডল, তাপস মন্ডল, জাহিরুন বেগম, আজিজ গাজী, রুহুল আমিন সরদার, বিভাষ গাইন, সাইফুল ইসলাম ও সুজাত হোসেন।
সভায় বাতিখালী চর বনায়নের উন্নয়ন ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়।
Please follow and like us:
« পিরোজপুরে রিক’র ফ্রি স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় ইট ভাটা মালিককে ৩৩ হাজার টাকা জরিমানা »
