ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ গড়ে তুলতে
পিরোজপুরে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শণ
লাল কার্ড প্রদর্শণ করে ইভটিজিং, মাদক ও বাল্য বিবাহ বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেছে পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে সারাদেশের মতো পিরোজপুরেও লাল সবুজ উন্নয়ন সংঘ পুলিশ প্রশাসনের সাথে যৌথভাবে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, ধর্ষনসহ বিভিন্ন ইস্যুতে এক মতবিনিময় সভার আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (সদর) রিয়াজ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মৃধা।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক, নারী নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে সচেতন করার লক্ষে সম্মিলিত ভাবে লাল কার্ড প্রদর্শন করে। পাশাপাশি সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমকে সবুজ কার্ড প্রদর্শন করা হয়। সভায় সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি।
