প্রধান সূচি

বাগেরহাট শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্ণামেন্ট

পাবনাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতল ঢাকা সাঈফ পাওয়ার স্পোটিং ক্লাব

বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত চতুর্থ শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্ণামেন্টের শিরোপা জিতল ঢাকা সাঈফ পাওয়ার স্পোটিং ক্লাব। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে পাবনা জেলা পুলিশ সুপার ফুটবল দলকে ৪-১ গোলে পরাজিত করে ঢাকা সাঈফ পাওয়ার স্পোটিং ক্লাব। খেলার প্রথমার্ধে সাঈফ স্পোটিং ক্লাবের ২১ নম্বর জার্সিধরী খেলোয়াড় স্বাধীন প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের ২৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় রহিম আরও এক গোল করে দলকে এগিয়ে নেয়। এর কিছুক্ষন পর বিজয়ী দলের সতীর্থ খেলোয়াড় স্বাধীন আরও এক গোল করেন। পাবনা জেলা পুলিশ সুপার দলের পক্ষে ১০ নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড় কাফি একগোল করেন। খেলার শেষ মুহুর্তে মাথায় সাঈফ পাওয়ার স্পোটিং ক্লাবের ৯৯ নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড় জিয়ো আরও এক গোল করে ব্যবধান বাড়ান। খেলা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শিদী প্রধান অতিথি হিসেবে সাঈফ স্পোটিং ক্লাবের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি হিসেবে নগদ ৫ লাখ টাকা তুলে দেন। টুর্ণাামেন্টের রার্নাসআপ দলকে ট্রফি ও ৩ লাখ টাকা প্রদান করা হয়। খেলায় শ্রেষ্ট খেলোয়ার নির্বাচিত হন সাঈফ পাওয়ার স্পোটিং ক্লাবের আঃ রহিম। তাকে বেইল ইলেকট্রনিক্স এর পক্ষে থেকে একটি এসি প্রদান করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেখ আবু নাসেরের সন্তান বাগেরহাট-১ আসনের এমপি বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ন সচিব শেখ আতাহার হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য চৌধুরী জাকির হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন কামাল হোসেন, সহকারী রেফারী ছিলেন জীবন দাস, পলাশ সেন ও তৈয়েব হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial