পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
শনিবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ করা হয়। সকাল ৯ টায় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে পিরোজপুর জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট প্রণয় কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মোঃ আলাউদ্দিন, সম্পাদক সৈয়দ সাব্বির আহম্মেদ, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমী’র সম্পাদক জিয়াউল আহসান গাজী, আইন সহায়তার সুবিধাভোগী বিচার প্রার্থী রোজিনা আক্তার প্রমুখ।
আইগত সহায়তা প্রদান বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, যুগ্ন জেলা ও দায়রা জজ এবং জেলা ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ সরওয়ার আলম। আনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী জজ সালমা আক্তার।
এ সময় লিগ্যাল এইড কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তিনজন প্যানেল আইজীবীকে ক্রেস্ট প্রদান করা হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিশেন করে জেলা শিল্পকলা একাডেমি ও কাউখালী খেলাঘরের শিল্পীরা।
