প্রধান সূচি

পিরোজপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মমতাজ বেগমকে (২০) হত্যার অভিযোগে আল আমিন (৩০) ও মুকুল বেগম (২৬) নামে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি দন্ডিতদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান আসামীদের অনুপস্থিতিতে রায় ঘোষনা করেন।
দন্ডিত আসামী আল-আমিন সরদার ওরফে আকাশ (২৮) মঠবাড়িয়া উপজেলার হোতাখালী গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং মুকুল আক্তার (২৭) মঠবাড়িয়া উপজেলার জাহাঙ্গীর মৃধার মেয়ে।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট জহিরুল ইসলাম জানান, ২০০৯ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় মঠবাড়িয়া উপজেলার চিত্রা গ্রামের ফারুক ফরাজীর স্ত্রী মমতাজ বেগম (২০)কে আসামী আল-আমিন ও মুকুল আক্তার মিলে জরুরী কাজের কথা বলে গৃহবধূ মমতাজ বেগমকে পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ধান ক্ষেতে নিয়ে যায়। সেখানে আসামীরা ওই গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত গৃহবধূ মমতাজের স্বামী ২০০৯ সালের ২২ নভেম্বর বাদী হয়ে ভান্ডারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ মামলায় অভিযুক্ত আল-আমিন ও তার সহযোগী মুকুলকে গ্রেপ্তার করে। পরে তারা জামিন নিয়ে পালিয়ে যায়। এ হত্যাকান্ডের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ২০১০ সালের ৮ ফেব্রুয়ারী আদালতে আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial