প্রধান সূচি

পিরোজপুরে ২৮ মাদকসেবী ও ব্যবসায়ী’র আত্মসমর্পন

‘আলোর পথে নতুন যাত্রায় স্বাগতম’ এই শ্লোগানে পিরোজপুরে দুই নারীসহ মাদকসেবী ও ব্যবসায়ী মাদক ত্যাগী ও মাদক ব্যবসা ছেড়ে আসা ২৮ জন ব্যক্তি জেলা পুলিশের কাছে আত্মসমর্পন করেছে।

এ উপলক্ষে মাদকসেবী ও ব্যবসায়ী মাদক ত্যাগী ও মাদক ব্যবসা ছেড়ে আসা ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছে পিরোজপুর জেলা পুলিশ। মাদক ত্যাগ করে সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসা এসব ব্যক্তিদের নিয়ে রবিবার বিকেলে পিরোজপুর পুলিশ লাইনসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মাদক ছেড়ে আসা ব্যক্তিরা তাদের সুস্থ-সুন্দর জীবনে ফিরে আসার অনুভূতি ব্যক্ত করে জানায়, মাদক সেবন ও ব্যবসা ছেড়ে তারা এখন বিভিন্ন ধরণের মুদি মনোহরী ব্যবসা ও অন্যান্য কাজকর্ম করছেন এবং সৎভাবে জীবনযাপন করছেন।

অনুষ্ঠানে পূর্বে আত্মসমর্পনকারী দুই নারীসহ ২২ জন মাদকসেবী ও ব্যবসায়ী ছাড়াও নতুন আত্মসমর্পনকারী চারজন মাদক ব্যবসায়ী অংশ নেয়। এ সময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ ছাড়াও পিরোজপুর সদর, মঠবাড়িয়া ও নেছারাবাদ সার্কেলের এএসপি সহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial