কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারন সভা
কচুয় উপজেলা বিআরডিবির আওতাভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা-২০১৮ রবিবার সকাল ১১টায় কচুয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মীর আওসাফুর রহমান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, কচুয়া থানা অফিসার্স ইনচার্জ রবিউল কবির, কচুয়া প্রেসক্লাবের সভাপতি তুষার রায় রনি, উপজেলা সমবায় কর্মকর্তা, ব্যবসায়ী নারায়ন চন্দ্র বাওয়ালী, কচুয়া বাজার উন্নয়ন কমিটির সবাপতি মো. মোস্তফা গাজী।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কানাইলাল চন্দ্র মন্ডল, জুনিয়ার অফিসার মো. সাইদুর রহমান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সেখ মো. লতিফুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি সেখ মো. সরোয়ার হোসেন, প্রাক্তন পরিদর্শক পীযুষ কান্তি বিশ্বাস, মাঠ কর্মী মো. এমদাদুল ইসলাম, মো. আব্দুল কাদের, সেখ মনিরুজ্জামান মিলন, ডাইরেক্টর মোল্লা মজিবুর রহমান প্রমুখ।
