ইন্দুরকানি মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পানি সম্পদ মন্ত্রীর পুরস্কার বিতরণ
আজ রবিবার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা জেপি’র সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানির উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির তালুকদার মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা বেগম, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভান্ডারিয়া উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক প্রমুখ।
বিকেলে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ইন্দুরকানি উপজেলা অডিটরিয়াম চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মধ্যে অর্থ ও উপকরণ বিতরণ করেন। এ সময় তিনি ধর্ম মন্ত্রণালয় হতে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ, মন্ত্রী মহোদয়ের ঐচ্ছিক তহবিল হতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের মাঝে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ, ইন্দুরকানি উপজেলার সুবিধাবঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় হতে দুঃস্থ ও অসহায় মহিলাদের জন্য প্রাপ্ত পা চালিত সেলাই মেশিন বিতরণ করেন।
এর আগে পানি সম্পদ মন্ত্রী ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়নের হানিফ শেখের বাড়ী হতে এবাদুলের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ রাস্তার নির্মাণ কাজ করা হচ্ছে।
