প্রধান সূচি

ট্যালেন্টপুলে বৃত্তি পেল আলহাজ্ব আব্দুস সোব্হান একাডেমি’র চার শিক্ষার্থী

পিরোজপুরের টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামে প্রতিষ্ঠিত আলহাজ্ব আব্দুস সোব্হান একাডেমি থেকে এবার চার শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলো মোসাঃ আসনিম তাবাস্সুম শৈলী, মিথিলা আক্তার ইভা, মুনা আক্তার ও রাফিউল ইসলাম। এছাড়া আরো দুটি সাধারণ বৃত্তি পেয়েছে তানবির হোসেন বেপারী ও সাদিয়া আক্তার।

শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফিজা খানম জানান, এ প্রতিষ্ঠান থেকে গত ৫ম শ্রেণীর সমাপনি পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯টি জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে। এর মধ্য ছয়জন পরীক্ষার্থী বৃত্তি পায়।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাবান আলী জানান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক ভাবে সঠিক পাঠদানের জন্যই আমাদের শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে। আশা করছি তাদের এ প্রচেষ্টা ভবিষ্যতেও চলমান থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial