প্রধান সূচি

মঠবাড়িয়ায় অবৈধ ইট পাঁজা পোড়ানোয় বাঁধা দেয়ায় কৃষকের মৃত্যুর অভিযোগ

মঠবাড়িয়ায় বসত বাড়ির বিরোধপূর্ণ জমি দখল করে ইটের পাঁজা পোড়ানোয় বাঁধা দিতে গিয়ে শুক্রবার রাতে বাদশা খাঁ (৫৮) নামের এক কৃষকের মৃত্যু অভিযোগ উঠেছে। পাঁচ সন্তানের জনক কৃষক বাদশা খাঁ আঙ্গুলকাটা গ্রামের মৃতঃ মোন্তাজ আলীর ছেলে। স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দিতে দ্রুত কৃষকের লাশ দাফন করেন।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম (৪০) জানান, আঙ্গুলকাটা গ্রামের সাজা প্রাপ্ত ডাকাত হাবিব বিরোধীয় জমিতে জোরপূর্বক প্রথম পাঁজা পুড়ে দ্বিতীয় পাঁজা পোড়ানোর সময় প্রতিবাদ করলে শুক্রবার সকালে হাবিবের সাথে বাদশা খাঁর বাকবিতান্ড হয়। একপর্যায় ওই কৃষকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে বাদশা জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বরিশালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে বাদশা খাঁ মৃত্যু হয়।

বাদশা খাঁয়ের ছোট ভাই এমাদুল খাঁ জানান, ইটের পাঁজা পোড়ানোর বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর  অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ জানান, মৃত বাদশা খাঁয়ের অভিযোগ পেয়ে ইটের পাঁজার মালিক হাবিবকে ডেকে এনে ইট পাঁজা না পোড়ানোর শর্তে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, বাদশা খাঁর মৃত্যুর খবরে পুলিশ পাঠিয়েছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial