প্রধান সূচি

ভিডিও কনফারেন্সে ঝালকাঠিতে মডেল মসজিদ নির্মান কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে ঝালকাঠির রাজাপুরের মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মান কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতর এ মসজিদ কমপ্লেক্সটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ হামিদুল হক এবং রাজাপুর উপজেলার কানুদাশকাঠি ইসলামী কমপ্লেক্সের ইমাম মাওলানা আব্দুর রহমানের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে তাদের বক্তব্যও শোনেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মানস্থলে আয়োজিত ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন, বরিশাল বিভাগীয় কমিশনার শহিদুজ্জামান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আজাদ মিয়াসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

প্রধানমন্ত্রীর সাথে সরসরি ভিডিও কনফারেন্সের অনুষ্ঠান দেখতে ধর্মপ্রাণ মুসল্লীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় করেন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম পর্বে গণপূর্ত অধিদফতরের অধীনে ১৩ কোটি টাকা ব্যয়ে ৪০ শতাংশ জমিতে ৪ তলা বিশিষ্ট এ মডেল মসজিদটি নির্মিত হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial