পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র চাচীর জানাজা ও দাফন সম্পন্ন
ভান্ডারিয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার সহধর্মীণি ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র চাচী হালিমা খাতুনের নামাজে জানাজা ও দাফন আজ মঙ্গলবার ভান্ডারিয়ায় সম্পন্ন হয়েছে।
ভান্ডারিয়া শহরের পূর্ব-ভান্ডারিয়ায় মিয়াবাড়ী জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় শরিক হন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
এ সময় মরহুমার তিন ছেলে জাকির হোসেন নিজাম, মাহমুদ হোসেন ও ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমসহ পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী তোফায়েল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ. হাকিম হাওলাদার, জাতীয় পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, শফিকুল কবির বাবুল তালুকদার, মজিবুর রহমান চৌধুরী, খান এনামুল করিম পান্না, কাউখালীর সয়না-রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুন, দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান, সাবেক কমান্ডার খান এনায়েত করিম ও আব্দুল আজিজ সিকদার, আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, বিএনপি নেতা ম. মহিউদ্দিন খান দিপু, মো. জালাল উদ্দিন সিকদার, আলমগীর হোসেন, ভান্ডারিয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জাতীয়পার্টি জেপির কাউখালী উপজেলা সভাপতি মাস্টার মাহাবুবুর রহমান, ইন্দুরকানী উপজেলা সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, জেপি নেতা ইউসুফ আলী আকন, মোশারেফ হোসেন সরদার প্রমুখ জানাজায় শরিক হন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মরহুমার আত্মীয়-স্বজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক লোক জানাজায় শরিক হন।
মাওলানা আবুল কাশেম মরহুমার নামাজে জানাজায় ইমামতি ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দুপুরে একটি বেসরকারি হেলিকপ্টারে স্থানীয় হাসপাতাল মাঠে অবতরণ করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের বরিশাল অঞ্চলের প্রধান প্রকৌশলী সাজিদুর রহমান সরদার, তত্তা¡বধায়ক প্রকৌশলী মো. রমজান আলী প্রামানিক, পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সাইদ আহমেদ, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমীসহ জেপি, আওয়ামী লীগ এবং স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। জানাজা শেষে বিকেলে আনোয়ার হোসেন মঞ্জু ঢাকায় ফিরে যান।
উল্লেখ্য, ভান্ডারিয়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার স্ত্রী হালিমা খাতুন গত রবিবার সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ সময় রাত ২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে মরহুমার লাশ সোমবার রাত সোয়া ১০টায় ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর হয়ে মঙ্গলবার সকালে গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌঁছায়।
