প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

“নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্টসম্পন্ন”- এ প্রতিপাদ্যে সারা দেশের মত পিরোজপুরেও পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কাউট ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী, এডভোকেট সরোয়ার হোসেন, নিজাম সরদার ও সাংবাদিক মাহমুদ হোসেন প্রমুখ।

এদিকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে তিন দিনব্যাপী নীল বাতি প্রজ্জলন কর্মসূচি পালন করছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial