পাইকগাছার বিশিষ্ট ব্যবসায়ী কিনু মিস্ত্রীর দাফন সম্পন্ন
পাইকগাছার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান কিনু মিস্ত্রী (৭৬) ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি……..রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার দুপুরে জানাযা শেষে চেঁচুয়া গ্রামস্থ পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযা’য় উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, শিল্পপতি আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, বিএমএ’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ শেখ শহিদুল্লাহ, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, এসএম এনামুল হক, জাপা’র কেন্দ্রীয় সদস্য ও উপজেলা আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সভাপতি এ্যাডঃ জিএ সবুর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওঃ জালাল উদ্দীন।
