নাজিরপুরে ছাত্রীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ছবি নিয়ে তোলপাড়
নাজিরপুরে নবম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর ছবি শংলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন মোঃ সাইদুল ইসলাম নামে এক শিক্ষক। তিনি উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড়সহ ফেসবুকে প্রতিবাদের ঝড় বইছে। স্থানীয়দের অভিযোগ প্রভাবশালী একটি মহল ওই শিক্ষকের পক্ষ নিয়ে তাকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠেছে।
জানা যায়, গত শুক্রবার ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে কর্তৃপক্ষ জেলার ভান্ডারিয়া উপজেলার হরিণপালা ইকোপার্কে শিক্ষা সফরে যায়। সেখানে শিক্ষক সাইদুল ইসলাম ছাত্রীদের সাথে একাধিক ছবি শংলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেয়। ওই ছবি গুলোর মধ্যে কয়েকটি ছবিই আপত্তিকর বলে স্থানীয়রা মন্তব্য করেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক এক সদস্য বলেন, একজন শিক্ষক হয়ে কিভাবে ছাত্রীদের সঙ্গে এমন ছবি শংলতে তা নিজে ফেসবুকে পোস্ট করেন? এমন ঘটনায় মেয়ের বাবা হিসেবে আমি শঙ্কিত। কিভাবে আমরা শিক্ষকদের ভরসা করবো। আমি ওই বিদ্যালয় পরিচালনা কমিটিতে থাকাকালেও ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠেছে। তখন বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের কথা চিন্তা করে কর্তপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। ছবিগুলি সামনে আসার পর কেউই এর কোনও ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। দেখা যাচ্ছে একের পর এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি শংলেছেন ওই শিক্ষক।
নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের এক ছাত্র বলেন, বিদ্যালয় থেকে গত বছর টুঙ্গিপাড়ায় শিক্ষা সফরে যাওয়া হয়েছিল। সেখানেও ওই শিক্ষক ছাত্রীদের সাথে আপত্তিকর ছবি শংলেছিল। তাছাড়া তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও স্থানীয় কতিপয় প্রভাবশালী তার পক্ষে থাকায় তার বিরদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাত ডালিম বলেন, ছবিগুলো আমি দেখেছি। একজন শিক্ষক হিসেবে ছাত্রীর সাথে এই ধরনের আপত্তিকর ছবি শংলে ফেসবুকে পোষ্ট দেয়া শাস্তিযোগ্য অপরাধ।
ঘটনার বিষয়ে জানতে সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ঢাকায় রয়েছি। এরকম কিছু শুনিনি তবে ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
