জাতীয় বাজেটে জনঅংশগ্রহন ও বিকেন্দ্রীকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে জাতীয় বাজেটে জনঅংশগ্রহন ও বিকেন্দ্রীকরণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার স্থানীয় প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ মিলনায়তনে গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা কমিটি এ সভার আয়োজন করে।
কমিটির আহবায়ক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডঃ আব্দুল হাকিম হাওলাদার, আফতাব উদ্দীন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, জেলা আইজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডঃ কামাল হোসেন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী সাহিদা বারেক, কাউন্সিলর আঃ ছালাম বাতেন, সাদুল্লাহ লিটন, চেম্বার অব কমার্স পিরোজপুরের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার আকন, সিনিয়র সাংবাদিক এ্যাডঃ মাহামুদ হোসেন, পিরোজপুর টিআইবি ম্যানেজার পুলক রঞ্জন পালিত, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহ উদ্দিন সেলিম, ডিবিএম পিরোজপুর জেলা কমিটির সদস্য সচিব জিয়াউল আহসান, ডিবিএম জেলা কমিটির সদস্য দিলীপ কুমার মিস্ত্রী প্রমুখ।
বক্তাগণ বলেন, জাতীয় বাজেটকে বিকেন্দ্রীকরণ করতে হবে। তৃনুমূল পর্যায় থেকে সাধারন জনগণের অংশ গ্রহনের মাধ্যমে বাজেট প্রনয়ন প্রক্রিয়া শুরু করতে হবে। সাধারন জনগণ অংশ গ্রহন না করলে, তাদের বক্তব্য না শুনলে, সেই বাজেট কখনও গণতান্ত্রিত বাজেট হিসেবে গন্য হবে না। তারা আরও বলেন কেন্দ্র নির্ভর বাজেট সাধারন জনগণনের কোন উপকারে আসেনা। আগামী জাতীয় বাজেটে পিরোজপুর জেলার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি সুপারিশ উত্থাপন করা হয়। যার মধ্যে রয়েছে পিরোজপুরে একটি শিল্প কারখানা স্থাপন, মৎস প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ইউনির্ভাসিটি প্রতিষ্ঠা, ঢাকার সাথে রেল যোগাযোগ স্থাপন, কোল্ড ষ্টোরেজ স্থাপন।
