ইন্দুরকানীতে ৪ মাদক ব্যাবসায়ীসহ গ্রেফতার-৫
ইন্দুরকানীতে ৪ মাদক ব্যাবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার টগড়া এলাকা থেকে ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের মহারাজ খানের ছেলে মো. মনির হোসেন খান (৩৭)কে ৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। এছাড়া উপজেলার কলারণ চন্ডিপুর এলাকা থেকে গাঁজাসহ চন্ডিপুর গ্রামের আব্দুস কুদ্দুস তালুকদারের ছেলে মো. হারুন তালুকদার (৩০), আবুল কালাম জোমাদ্দারের ছেলে ইমরান জোমাদ্দার (২০), ইউনুস জোমাদ্দারের ছেলে ইমরান জোমাদ্দার (২০)কে আটক করে।
অপরদিকে চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পত্তাশী গ্রামের মো. মহিউদ্দিন (৪০)কে পত্তাশী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ইয়াবা ব্যবসায়ী মো. মনির খান ও মহিউদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে। অন্য তিন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে তিন হাজার টাকা করে জারিমানা করা হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, ওয়ারেন্টের আসামী ও ইয়াবা এবং গাজাঁসহ ৫ জনকে আটক করা হয়েছে।
