গণহত্যা দিবসে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রবিবার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল।
জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা লায়লা পারভীন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজ্জামান ফুলু।
এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযেগিতা এবং দেশাত্মোবোধক সঙ্গীত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিন রাত ৯ টায় ১ মিনিটের জন্য প্রতীকী ব্লাক আউট কর্মসূচি পালন করা হয়।
