প্রধান সূচি

বাংলাদেশ নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণে

বাগেরহাটে আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণে বাগেরহাটে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে শোভা যাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণ সম্পর্কিত সেবা সপ্তাহ প্রচারাভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলেচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা: মোঃ মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড: মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের সুদক্ষ পরিচালনায় দেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে। তারা বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে সরকারের কর্মকা- নিষ্ঠার সঙ্গে পালন করা আমাদের দায়িত্ব। সকলে মিলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে অবশ্যই দেশ আরো এগিয়ে যাবে।

অনুষ্ঠানে জেলা সদরের সকল সরকারি অফিস, আধা সরকারি অফিস, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial