প্রধান সূচি

হত্যা মামলায় মঠবাড়িয়ার যুবকের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি হত্যা মামলায় সোনাখালী গ্রামের মৃত আবুল খায়ের মোল্লার ছেলে রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত।

আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। আদালত রফিকুল ইসলামকে (৪২) যাবজ্জীবন কারাদন্ডাদেশের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রাজার কাছ থেকে উপজেলার বাদুড়তলী গ্রামের হেমায়েত মৃধার ছেলে জাহিদুল ইসলাম একটি মোবাইল ফোন ক্রয় করে। এ সময় রাজা মোবাইলের চার্জার পরে দিবে বলে জানান। বিগত ২০০৬ সালের ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় সোনাখালী গ্রামের আলীপুর বাজারের ফারুক গাজীর দোকানের সামনে বসে রফিকুল ইসলাম রাজার কাছে মোবাইলের চার্জার চায় জাহিদুল। এসময় রাজা চার্জার না দিলে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজা মোবাইল ক্রেতা জাহিদুলকে কিল ঘুষি মেরে আহত করেন। স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জাহিদুলের খালাতো ভাই কালাম বাদী হয়ে রফিকুল ইসলাম রাজাসহ ৭ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পিরোজপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি  খান মো. আলাউদ্দিন জানান, মামলায় আদালত রফিকুল ইসলাম রাজাকে যাবজ্জীবন কারাদন্ড দেন এবং অন্য ৬ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial