স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনের সাফল্য অর্জন উপলক্ষে পিরোজপুরে প্রেস ব্রিফিং
‘স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরনের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য অর্জন’ উপলক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মিডিয়া কর্মীদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের হল রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পিরোজপুর উপ পরিচালক মো. কাজী তোফায়েল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. মহসীন হোসেন তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার প্রতিনিধি এডভোকেট মাহামুদ হোসেন, বাসস প্রতিনিধি গৌতম চৌধুরী, ইত্তেফাক ব্যুরো প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী, যুগান্তর প্রতিনিধি এস এম পারভেজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, দপ্তর সম্পাদক খেলাফত হোসেন খসরু।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
