ইন্দুরকানীতে খড়ের গাদায় আগুন দেয়ার অভিযোগ
ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বোনের বিরুদ্ধে। রবিবার রাতে উপজেলার চরবলেশ্বর এলাকার কৃষক মোস্তফা মোল্লার খড়ের গাদায় তার বোন ও ভাগ্নে আগুন দিয়ে পালিয়ে যায় বলে ওই কৃষক অভিযোগ করেন। আগুনে খড়ের গাদাটি একেবারে পুড়ে ছাই হয়ে যায়।
কৃষক মোস্তফা মোল্লা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার বোন নাসিমা, ফাহিমা, ভাগ্নে সজিবকে আমার খড়ের গাদায় আগুন দিয়ে পালিয়ে যেতে দেখেছি। অপরদিকে বোন নাসিমা বেগম জানান, আমার ভাই মোস্তফা মোল্লা আমাদের জমি না দিয়ে উল্টো নিজে খড়ের গাদায় আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে।
ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, বোনদের জমি না দিয়ে ভাই বোনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার জন্য খড়ের গাদায় আগুন দিয়েছে।
Please follow and like us:
« হত্যা মামলায় মঠবাড়িয়ার যুবকের যাবজ্জীবন কারাদন্ড (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ১৪ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার »
