মঠবাড়িয়ায় দুই ঘরে ডাকাতি ॥ ৪ লাখ টাকার মালামাল লুট
জেলার মঠবাড়িয়া উপজেলার দুর্গাপুর গ্রামে ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদার ও হিরুল আমীন হাওলাদারের বাড়িতে রবিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটবসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে ৮/১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রথমে ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে এক ভরি স্বর্ণালংকার, ল্যাপটব ও ৫টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে একই ডাকাত দল পার্শ্ববর্তী হিরুল আমীনের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে নগদ ত্রিশ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
