প্রধান সূচি

মঠবাড়িয়ায় দুই ঘরে ডাকাতি ॥ ৪ লাখ টাকার মালামাল লুট

জেলার মঠবাড়িয়া উপজেলার দুর্গাপুর গ্রামে ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদার ও হিরুল আমীন হাওলাদারের বাড়িতে রবিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটবসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে ৮/১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রথমে ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে এক ভরি স্বর্ণালংকার, ল্যাপটব ও ৫টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে একই ডাকাত দল পার্শ্ববর্তী হিরুল আমীনের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে নগদ ত্রিশ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial