পিরোজপুরে পরিবার পরিকল্পনা মেলা
পিরোজপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা। আজ রবিবার সকালে জেলা পরিবার পরিকল্পা কার্যালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে শহরের টাউন ক্লাব মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় পরিবার পরিকলনা কার্যালয়ের পরিচালক ব্রজ গোপাল ভৌমিক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রাম কৃষ্ণ দাস, সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন বিপিএম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আশুরা বেগম।
দুই দিনব্যাপী এ মেলায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তর থেকে ২০টি ষ্টল করা হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুরে জাল আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ »
