প্রধান সূচি

বরিশালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুর প্রেসক্লাবের মানববন্ধন

বেসরকারী টেলিভিশন চ্যানেল ডিবিসি’র বরিশাল ক্যামেরা পার্সন সুমন হাসানের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। শুক্রবার সকাল ১১টায় শহরের প্রেসক্লাবের সামনের সড়কে পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাবেক সভাপতি একে আজাদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সহ-সভাপতি খালিদ আবু, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক টিটু, দপ্তর সম্পাদক খেলাফত হোসেন, কালের কন্ঠের প্রতিনিধি শিরিনা আফরোজ, আলোকিত বাংলাদেশের হাসান মামুনসহ সাংবাদিকবৃন্দ। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় বলেন, সরকার যেখানে পুলিশ বাহিনীকে জনবান্ধব করার লক্ষে প্রচার প্রচারনা চালাচ্ছে, সেখানে কতিপয় অসাধু পুলিশ সদস্য অতুৎসাহীহয়ে সাংবাদিকসহ সাধারণ মানুষের ওপর অন্যায় ভাবে নির্যাতন করে গোটা পুলিশ বাহিনীর ভাবমুর্তি ক্ষুন্ন করার প্রচেস্টা চালাচ্ছে। এখনও তারা সাংবাদিক সুমন হাসানকে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভিতি দেখাচ্ছে। বক্তারা এসব নির্যাতনকারী পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং এই হামলার পিছনে অন্য কেউ জড়িত থাকলে তা তদন্ত করে তাদেরও বিচারের দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial