বাগেরহাটে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে শেষ হলো আন্তঃস্কুল বিজ্ঞান মেলা
বাগেরহাটে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে শেষ হলো আন্তঃস্কুল বিজ্ঞান মেলা- ২০১৮। সোমবার সন্ধ্যায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এই মেলার পুরস্কার বিতরন করেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি। মেলার উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডল, কচুয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী বাংলাদেশ ফ্রিডম ফাউ-েশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, মেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব ও আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাছুদা আক্তার, একাডেমিক সুপার ভাইজার মোঃ হিসামুল হক, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, মেলা উপ-কমিটির আহবায়ক মন্ডল সমরেশ চন্দ্র, আস বাংলাদেশের সহ-সভাপতি হাজরা শহিদুল ইসলাম বাবলু, প্রতিযোগীতা উপ-কমিটির আহবায়ক মুখার্জী রবিন্দ্র নাথ, সাংবাদিক সৈয়দ শওকাত হোসেন প্রমুখ।
এর আগের সকাল ১০ টায় এই মেলার উদ্ভোধন করেন মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি। মেলায় বাগেরহাট ও কচুয়ার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ের স্টলে প্রায় ৪০০টি প্রকল্প নিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নেন। এছাড়া মেলায় রচনা প্রতিযোগিতা, কুইজ ,দেওয়াল পত্রিকা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনে ভৌত বিভাগে প্রথম কচুুয়ার সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় বাগেরহাট সদর উপজেলার কে. বি ফতেপুর মাধ্যামক বিদ্যালয় ও মাহফুজা থানম মাধ্যমিক বালিকা বিদ্যালয় তৃতীয় স্থান এবং জীববিদ্যা বিভাগে প্রথম যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় বিএসসি মাধ্যমিক বিদ্যালয় ও বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল তৃতীয় স্থান লাভ করে।
এছাড়া রচনা লেখা প্রতিযোগীতায় প্রথম রাংদিয়া স্কুল এন্ড কলেজ এর নরিন আক্তার, দ্বিতীয় বাগেরহাট কামিলমাদ্রাসার খাদিজাতুল কুবরা, তৃতীয় আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সানজানা ইসলাম, চতুর্থ গজালীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মোসাঃ মুক্তা খানম। উপস্থিত বক্তৃতায় প্রথম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্গনা চক্রবর্তি, দ্বিতীয় তৃষা পাল বিএসসি মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের রুমা আক্তার। কুইজ প্রতিযোগিতায় প্রথম বাগেরহাট কামিল মাদ্রাসার আব্দুল্লাহ আল সাদ, দ্বিতীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্গনা চক্রবর্তী, তৃতীয় শহীদ নায়েক আঃ জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের রফিকুল ইসলাম, চতুর্থ দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবরিনা মমতাজ, পঞ্চম বাগসারা মাধ্যমিক বিদ্যালয়ের রাখি পাল। দেওয়াল পত্রিকা প্রতিযোগিতায় প্রথম গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দ্বিতীয় বিএসসি মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয় এবং ষ্টল সজ্জায় প্রথম রাংদিয়া স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় যদুনাথ মডেল স্কুল এ্যান্ড কলেজ ও বিএসসি মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।
