প্রধান সূচি

নাজিরপুরে দুই শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা

নাজিরপুরে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠেছে এক বখাটের বিরুদ্ধে। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে ছয় বছরের এক ছেলেকে বলাৎকার ও পাঁচ বছরের এক মেয়েকে ধর্ষণের চেষ্টা করার ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মনির মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (২০) গত সোমবার বিকেলে একই গ্রামের ৬ বছরের এক ছেলেসহ ৫ বছরের এক মেয়েকে নিয়ে স্থানীয় লুৎফর শেখের বাড়িতে যায়। লুৎফর শেখের বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশু দুটিকে ওই বখাটে লুৎফর শেখের ঘরে নিয়ে প্রথমে ছেলেটিকে বলাৎকার করে এবং পরে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওই বখাটে যুবক পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা অসহায় ও গরীব হওয়ায় অভিযুক্তের পরিবার স্থানীয়  প্রভাবশালীদের ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত যুবকটি মাদকাসক্ত ও বখাটে। এ ঘটনা ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয় জানতে নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাসেল সরোয়ার জানান, ঘটনাটি মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় এক ব্যাক্তির মাধ্যমে মোবাইল ফোনের জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial