ভান্ডারিয়ায় ছয় দিনব্যাপি তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন
ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকার কালিমা চত্বরে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ছয় দিনব্যাপি ১৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। হযরহ মাওলানা আলতাফ হোসেন সিকদারের সভাপতিত্বে রবিবার রাতে মাহফিলের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা আসলাম হোসাইন বেলালী’র সার্বিক পরিচালনায় আখেরী মোনাজাত করেন হযরত মাওলানা আবুল কাসেম আশরাফী।
মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত এ ছয় দিনে সুরা আননিসার ১০১ আয়াত থেকে শুরু করে পর্যায় ক্রমে বয়ান পেশ করেন মাওলানা আব্দুল হাই নেছারী, আমিনুল ইসলাম, মুসাবিন কাসেম, আবুল কালাম, মুফতি ফাত্তাহ বিন আমিনসহ দেশের বিশিষ্ট আলেমগণ। শেষ দিনে আখরী মোনাজাতে ভান্ডারিয়া উপজেলা ছাড়াও পার্শবর্তী বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক মুসুল্লীগণ দোয়ায় শরিক হন।
