পিরোজপুরে দুই দিনব্যাপী শিক্ষা মেলা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :
পিরোজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী শিক্ষা মেলা সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে করিমুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলা শেষ হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে এ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান মেলায় প্রদর্শিত ষ্টলগুলোর মধ্যে পুরষ্কার বিতরন করেন। করিমুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিনিয়া কলির সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউটের সহকারী সুপার এস. এম. আলমগীর হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মুনতাকিম, উপজেলা শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল, শিকদারমল্লিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, শিমলা বুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, মুক্তারকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরদার হুমায়ুন কবির, মাটিভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন প্রমুখ
