পিরোজপুরে জেলা বিএনপির লিফলেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পিরোজপুরে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। শুক্রবার দিনব্যাপী জেলা শহরসহ প্রতন্ত্য গ্রামেও এ লিফলেট বিতরন করা হয়।
এসময় জেলা – উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ ছাত্রদলের নেতৃবৃন্দরা কলাখালী ইউনিয়ন, দাউদপুর বাজার, পথেরহাট বাজার, চরপুকুরিয়া বাজার, ভাজুকাঠি বাজার, দূর্গাপুর ইউনিয়ন, চলিশা বাজার, নেছারাবাদ উপজেলার গুয়ারেহা ইউনিয়নের ভরতকাঠি ও চাদকাঠি বাজারে এ লিফলেট বিতরণ করেন।
Please follow and like us:
« বাগেরহাটে চেয়ারম্যানের নির্দেশে বসত বাড়ীতে হামলার অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে শোভাযাত্রা »
