পিরোজপুরে জেলা কৃষক লীগের বর্ধিত সভা
জনগণের ভোট নিয়েই আমাদের ক্ষমতায় যেতে হবে … শ. ম. রেজাউল করিম
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, জনগণের ভোট নিয়ে আমাদের ক্ষমতায় যেতে হবে। অন্যকোন ভাবে নয়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক লীগ জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগের ভিতরে অনেক বর্ণচোরা আছে। তারা কিন্তু আওয়ামী লীগের আগাছা। ফসলি জমিতে যেমন আগাছা থাকে। দলের ভিতরে তেমন কিছু আগাছা থাকতে পারে। তাদের কারনে অভিমান করে দল ক্ষতিগ্রস্থ হয় এমন কিছু করা যাবেনা। বর্তমানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভাল।
প্রধান অতিথি বলেন, দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে চলছে। আমাদের দেশে না খেয়ে কোন মানুষ মারা যায়না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা উন্নয়নের কাজ করছি। শেখ হাসিনার উন্নয়নের কথা দেশে সকলকে জানাতে হবে। আমরা ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করবোই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
জেলা কৃষক লীগের আহ্বায়ক চাঁন মিয়া মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভার বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম. এ. হাকিম হাওলাদার ও সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেক।
এছাড়া প্রধান বক্তা ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসীম উদ্দিন ও মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক এ. কে. এম আজম খাঁন। এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের উপস্থিতে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাজাহান খান তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট খান মোঃ আলাউদ্দিন, এ্যাডভোকেট দিলীপ কুমার মাঝি প্রমুখ।
