ছারছীনা শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু
জিকির-আজকার, মিলাদ-ক্বিয়াম, সংক্ষিপ্ত নসীহত ও দোয়া মুনাজাতের মাধ্যমে ঐতিহ্যধন্য ছারছীনা শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলন শুরু হয়েছে। শনিবার স্বরূপকাঠির সন্ধ্যা নদীর কোল ঘেষে ছারছীনা শরীফের পীরে আমীর হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ) উদ্ধোধন করেন।
রবিবার থেকে তিন দিনের এই মাহফিলের আনুষ্ঠানিক অন্যান্য কার্যক্রম শুরু হবে। মাহফিলের প্রথম দিনেই বাস, লঞ্চ ও ট্রলার যোগে দেশের বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসলমানগন হাজির হয়েছেন।
প্রত্যেহ বাদ মাগরীব ও ফজর নামাজ শেষে মাহফিলে আসা লাখো লাখো ভক্ত ও মুরীদানদের উদ্দ্যোশে মূল্যবান নসীহত ও এলমে মারেফাতের তালিম প্রদান করবেন ছারছীনার পীর আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ)। এছাড়া তিন দিনের এ মাহফিলের দেশ বরণ্য দরবারের বিশিষ্ট ওলামা খোলাফা মূল্যবান আলোচনা পেশ করবেন।
মাহফিল এন্তেজামিয়া কমিটি সুত্রে জানাগেছে, মাহফিলের প্যান্ডেল, প্রধান ফটক, ওজু ও গোসলের ব্যবস্থাসহ যাবতীয় কাজ দু‘দিন আগেই শেষ হয়েছে। নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যসহ তাদের মাদ্রাসার পর্যাপ্ত বলানটিয়ার মোতায়েম রয়েছে। ভক্ত ও মুরীদানদের জন্য রয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।
স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম তারিকুল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে মাহফিলে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। থাকবে একশ ফোর্স, সাদা পোশাকে ডিউটি। মোট কথা আইন-শৃঙ্খলা সর্ব্বোচ ভাল রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে থাকবে সর্বাত্মক প্রচেষ্টা।
উল্লেখ্য, আগামী ১৩ই মার্চ মঙ্গলবার যোহর নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের সকল মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।
