স্বরূপকাঠিতে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের খায়েরকাঠি গ্রামের হাজী বাড়ী সংলগ্ন খাল থেকে মোঃ মাহফুজ (১৬) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে খালে যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছেন।
ভাসমান লাশের খবর পেয়ে মোঃ কালাম নামে এক দিনমজুর লাশটি সনাক্ত করে নিজের সন্তান বলে পরিচয় দিয়েছে। এসময় কালাম বলেন, গত দু’দিন আগে বুধবার সন্ধ্যায় কাজ সেরে বাসায় ফিরে আসে। পরে রাত আটটার দিকে খায়েরকাঠি গ্রামের রাস্তায় একটি কালবার্টের উপর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল কিন্তু রাতে আর বাড়ী ফিরেনি। পরদিন সকাল থেকে আত্মীয়-স্বজনদের বাড়ী বাড়ী ছেলের খোজ নেয়।
স্বরূপকাঠি থানার ওসি কে. এম. তারিকুল ইসলাম বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাবেনা।
