পিরোজপুরে সিপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরে কমিউনিষ্ট পার্টির (সিপিবি) ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিপিবি’র জেলা কমিটির সাবেক সভাপতি ডা. তপন বসু। সভাপতিত্ব করেন সিপিবি’র সদর থানা কমিটির সভাপতি এডভোকেট বাহাদুর হোসেন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল সরকার।
বক্তব্য রাখেন, সিপিবি নেতা স্বপন চক্রবর্তী, হালিম সিকদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি শান্তনু হালদার, সদর উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ দাস, ছাত্রনেতা অভিক বসু প্রমূখ।
Please follow and like us:
« বাগেরহাটে মহানামকীর্ত্তন স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান »
