প্রধান সূচি

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সরকারী মহিলা কলেজে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান এর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে গতকাল বুধবার পিরোজপুর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুদ্দিন এর সভাপতিত্বে সকাল ১১টায় কলেজের নতুন ভবনের নীচ তলায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক মো. হাবীবুর রহমান, মো. আবু ইসহাক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক এ.কে.এম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, মো. কামরুজ্জামান প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, একাদশ বিজ্ঞান শাখার শিক্ষার্থী সুমাইয়া ইসলাম ঐশী ও শান্তা সরকার পিংকি। সভা পরিচালনা করেন প্রভাষক মৌমিতা সরকার।
সভায় সহকারী অধ্যাপক মোহাম্মদ সেখ ফরিদ, মো. শাহাবুদ্দিন সিকদারসহ কলেজের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষণের তাৎপর্য, প্রেক্ষাপট, বিশ্ব ঐতিহ্যে এর স্থান পাওয়া, মুক্তিযুদ্ধ এবং বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক অবস্থা তুলে ধরেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়ায় সকলকে আত্মনিয়োগ করার আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial