প্রধান সূচি

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই … এমপি নুরুল হক

বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার উল্লেখ করে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক বলেছেন, সরকার খেলাধুলাকে অধিক গুরুত্ব দিয়ে এর উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়েছেন। যার ফলে আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি আরো বলেন, আবাহনী ক্রীড়া চক্র একটি ঐহিত্যবাহী ক্রীড়া সংগঠন। হাটি হাটি পা করে সংগঠনটি সারাদেশে বিস্তার লাভ করে খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি নবগঠিত আবাহনী ক্রীড়া চক্র পাইকগাছা শাখার অনুকূলে ক্রীড়া সরঞ্জামসহ ১ লাখ টাকার অনুদান ঘোষণা করে প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে নিয়ে বঙ্গবন্ধু আন্ত:গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

তিনি মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আবাহনী ক্রীড়া চক্র পাইকগাছা শাখার কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, নির্মল মজুমদার, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ রাশেদুল ইসলাম রাসেল, মোশারফ হোসেন, শেখ শহীদ হোসেন বাবুল, শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, মোঃ দাউদ শরীফ, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, আসমা আহম্মেদ, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, দীজেন মন্ডল, প্রণব কান্তি মন্ডল, আজিবর রহমান, জগদীশ চন্দ্র রায়, দেবব্রত রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, আসিফ ইকবাল রনি, জাহিদুল আলম ও মনোজ মন্ডল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial