প্রধান সূচি

বাগেরহাটে কারেন্ট জাল ও ঝাটকা জব্দ

বাগেরহাটে ২ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১০ মন ঝাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা)। জেলার শরণখোলা উপজেলার কচুবাড়িয়া এলাকায় শনিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে কোস্টাগার্ড সদস্যরা এ জাল ও মাছ জব্দ করে।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, কিছু অসাধু জেলে সুন্দরবনের বিভিন্ন নদীতে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল দিয়ে ঝাটকা ইলিশ আহরণ করছিল। এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন নৌকা থেকে এসব কারেন্ট জাল ও ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। জব্দকৃত ঝাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial