পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশ রেলপথের আওতায় আনা হবে … রেল সচিব মোঃ মোফাজ্জল হোসেন
বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রনালয়ের সচিব মোঃ মোফাজ্জল হোসেন বলেছেন, ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে রেল লাইন প্রথম পর্যায়ে গোপালগঞ্জের গোবরা পর্যন্ত আসবে। পর্যায়ক্রমে এ লাইন সম্প্রসারিত করে টুঙ্গিপাড়া, পিরোজপুর হয়ে বাগেরহাট পর্যন্ত যাবে। এক সময় সমগ্র বাংলাদেশ রেলপথের আওতায় আনা হবে। কারণ কম খরচে যানজট মুক্ত নির্ভিঘ্নে চালাচলের জন্য রেলের কোন বিকল্প নাই।
শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জ হয়ে বাগেরহাটের মোংলা বন্দরে যাবার পথে তিনি পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তিনি স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানিয়ে বলেন, ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, যারা রাতের আধারে বোরকা পড়ে মাদক ব্যবসা করেন আর দিনের বেলা সেই মাদকের বিরুদ্ধে কথা বলেন এদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম শামীম, অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, প্রেসক্লাব সহ-সভাপতি থালিদ আবু, শিরিনা আফরোজ, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী তোফায়েল হোসেনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সচিব অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম এর উদ্যোগে ‘জাতিসংঘে বাংলা চাই’ শিরোনামে পিরোজপুরে ভোট দান কর্মসূচী উদ্বোধন করেন।
